যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা ব্যাপকভাবে কমানোর ফলে ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে ১ কোটি ৪০ লাখ মানুষ অকালমৃত্যুর ঝুঁকিতে পড়তে পারেন। ব্রিটিশ চিকিৎসা সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণায় এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে। গবেষণাটি বলছে, এড়ানো সম্ভব এই বিপুল সংখ্যক মৃত্যুর মধ্যে অন্তত এক-তৃতীয়াংশই পাঁচ বছরের কম বয়সী শিশু।
গবেষণা প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় নেওয়া সহায়তা হ্রাস নীতিকে কেন্দ্রীয়ভাবে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্যানুযায়ী, ইউএসএআইডি-এর (United States Agency for International Development) ৮০ শতাংশেরও বেশি কর্মসূচি বাতিল করা হয়েছে।
বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের গবেষক ও প্রতিবেদনের সহ-লেখক ডেভিড রাসেলা বলেন, “এই সহায়তা হ্রাস নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য একটি বৈশ্বিক মহামারি বা যুদ্ধের মতো বিপর্যয়কর প্রভাব ফেলতে পারে।”
গবেষণায় বলা হয়েছে, ইউএসএআইডি-এর আর্থিক সহায়তার ফলে ২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত ৯ কোটির বেশি মানুষের মৃত্যু প্রতিরোধ করা সম্ভব হয়েছে। সহায়তা কমানোর প্রেক্ষিতে গবেষকেরা হিসাব করে দেখিয়েছেন, আগামী পাঁচ বছরে অতিরিক্ত ১ কোটি ৪০ লাখ মানুষের মৃত্যু হতে পারে, যার মধ্যে ৪৫ লাখের বেশি শিশুই হবে পাঁচ বছরের নিচে।
ট্রাম্প প্রশাসন বিদেশে ব্যয় কমানোর সিদ্ধান্তকে 'অপব্যয়' হিসেবে ব্যাখ্যা করে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প একাধিকবার বলেন, “আমার নীতি হবে যুক্তরাষ্ট্র প্রথম।” ধনকুবের ইলন মাস্কের নীতিগত সমর্থন থাকা সত্ত্বেও মানবাধিকার সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে আসছে।
এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ পেল এমন এক সময়ে, যখন স্পেনের সেভিল শহরে জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক সহায়তা বিষয়ক এক বড় সম্মেলন শুরু হতে যাচ্ছে। এ দশকে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় সম্মেলন। যদিও এতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ অনিশ্চিত।
যুক্তরাষ্ট্র এতদিন ধরে বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা প্রদানকারী দেশ ছিল। শুধু ২০২৩ সালেই যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে ৬৮ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে। ট্রাম্প প্রশাসনের এই সহায়তা হ্রাসের পথ অনুসরণ করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মতো ইউরোপীয় দেশগুলোও।
জাতিসংঘ সম্প্রতি জানিয়েছে, তারা এখন ইতিহাসের সবচেয়ে বড় তহবিল সংকটের মুখোমুখি। মানবিক সংগঠনগুলো বলছে, এই সংকট বিশ্বজুড়ে জীবন বাঁচানোর প্রচেষ্টাকে ভয়াবহভাবে দুর্বল করে দেবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?