যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধনী অভিবাসীদের জন্য নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) একটি নির্বাহী আদেশে সই করে তিনি ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব এখন থেকে ‘বিক্রি’ করা হবে।
ট্রাম্পের এই নতুন উদ্যোগের আওতায়, ৫ মিলিয়ন ডলারের বিনিময়ে ধনী অভিবাসীরা ‘গোল্ডেন কার্ড’ পাবেন, যা গ্রিন কার্ডের প্রিমিয়াম সংস্করণ হিসেবে কাজ করবে। গোল্ডেন কার্ডধারীরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবে এবং নাগরিকত্বের পথ খোলার সুযোগও থাকবে। ট্রাম্প বলেন, "এই গোল্ড কার্ড নাগরিকত্বের রুট হবে। ধনী ব্যক্তিরা আমাদের দেশে আসবেন এবং এই কার্ড কিনতে পারবেন। তারা এখানে এসে আরও ধনী হবেন, সাফল্য অর্জন করবেন, এখানে অনেক খরচ করবেন এবং কর দেবেন। আমাদের অনেক নাগরিকদের কর্মসংস্থান তৈরি করে দেবেন।" তিনি জানান, এই প্রকল্প আগামী ২ সপ্তাহের মধ্যে কার্যকর হবে, তবে ঠিক কীভাবে এটি চলবে, তা স্পষ্ট করেননি ট্রাম্প। ট্রাম্পের মতে, এই উদ্যোগ জাতীয় ঋণ দ্রুত পরিশোধে সহায়তা করবে। তিনি জানান, ইবি-৫ ভিসা কর্মসূচির পরিবর্তে গোল্ডেন কার্ড ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে, যা বিদেশি বিনিয়োগকারীদের যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দেয় এবং আমেরিকার কর্মসংস্থান বৃদ্ধি করে।
এটি মার্কিন অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, যা ধনী বিদেশিদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?