অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজ আলম। মো. নাহিদ ইসলামের পদত্যাগের একদিন পরই তিনি এই দায়িত্ব পেলেন। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক করা মাহফুজ আলম গত বছরের ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন, তবে এতদিন তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না।অন্তর্বর্তী সরকার গঠনের ২০ দিনের মাথায় ২৮ আগস্ট তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মাহফুজ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক সহযোগীর ভূমিকা পালন করেন। অভ্যুত্থানের পর ছাত্র, নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য গঠিত লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ছিলেন তিনি।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।৮ আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়।এরপর সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে উপদেষ্টার মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।পরে মাহফুজ আলম উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত হন এবং এখন তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?