clock ,

ট্রাম্পের নির্দেশে সরানো হলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎসকে

ট্রাম্পের নির্দেশে সরানো হলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎসকে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎসকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। পদে অন্তর্বর্তীকালীনভাবে দায়িত্ব পালন করবেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওএমন ঘোষণা এসেছে বৃহস্পতিবার, ট্রাম্পের এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে।

ট্রাম্প জানান, ওয়ালৎসকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী দূত হিসেবে মনোনয়ন দিতে যাচ্ছেন তিনি। পোস্টে ট্রাম্প লেখেন, “আমাদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে ওয়ালৎস কঠোর পরিশ্রম করেছেন।

এর আগে কিছু সূত্র বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছিল যে ওয়ালৎসকে সরানো হতে পারে। একসময় ওয়ালৎস তার প্রভাব হারাতে থাকেন, বিশেষ করে একটি নিরাপত্তাসংশ্লিষ্ট বার্তার গ্রুপ চ্যাটে ভুলক্রমে একজন সাংবাদিককে যুক্ত করার ঘটনার পর। যদিও ওই সময় ট্রাম্প তাকে বরখাস্ত করেননি, তবে সেটিই ছিল সম্পর্কের টানাপোড়েনের সূচনা।

ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে মার্কো রুবিও হেনরি কিসিঞ্জারের পর প্রথম ব্যক্তি হবেন যিনি একসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

এদিকে ওয়ালৎসের ঘনিষ্ঠ সহকারী অ্যালেক্স ওং- দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন বলে জানা গেছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য