তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অপমান করার অভিযোগে জোয়াকিম মেডিন নামে সুইডেনের একজন সাংবাদিককে ১১ মাসের কারাদণ্ড দিয়েছে তুরস্কের একটি আদালত। তিনি সুইডিশ সংবাদপত্র ডাগেনস ইটিসি–এর সঙ্গে যুক্ত।
তবে বিচারক তাকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছেন, যদিও তার বিরুদ্ধে আরেকটি গুরুতর মামলা বিচারাধীন থাকায় আপাতত তাকে জেলে থাকতে হবে। সেই মামলার শুনানির দিন এখনো ঠিক হয়নি।
গত ২৭ মার্চ, তুরস্কে চলমান বিক্ষোভের সময় ইস্তাম্বুল বিমানবন্দর থেকে মেডিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ—তিনি এরদোয়ানকে অপমান করেছেন এবং একটি সন্ত্রাসী সংগঠনের সদস্য। পরে তাকে ইস্তাম্বুলের সিলিভরি কারাগারে পাঠানো হয়।
মূল অভিযোগের উৎস ২০২৩ সালের জানুয়ারিতে সুইডেনের স্টকহোমে একটি বিক্ষোভ। সেখানে একটি পুতুলে এরদোয়ানের প্রতিকৃতি ঝুলিয়ে প্রতীকী শাস্তি দেওয়া হয়। সেই একই পুতুল পরবর্তীতে স্টকহোম প্রাইড প্যারেডে কুর্দি কর্মীদের ফ্লোটে প্রদর্শিত হয়—সঙ্গে ছিল এলজিবিটিকিউ পতাকা।
মেডিন দাবি করেছেন, তিনি নির্দোষ। আদালতে বলেন, “আমি তখন জার্মানিতে কাজ করছিলাম, ওই ঘটনার সময় আমি সুইডেনে ছিলাম না। আমি ছবিও দেইনি, কেবল নিবন্ধ লিখেছিলাম।” ছবি নির্বাচন করেছেন সম্পাদকরা।
এই রায়ের পর তুরস্কে মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?