ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন প্রযোজক আবদুল আজিজ এর বিরুদ্ধে। গত ১৯ ফেব্রুয়ারি এই আদেশ দেয়া হয়। মামলাটি দায়ের করেছেন ‘পাপ’ সিনেমার অভিনেত্রী জাকিয়া কামাল মুন, যিনি অভিযোগ করেছেন যে প্রযোজক আবদুল আজিজ তার সাথে প্রতারণা করেছেন। মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে মুন প্রযোজক আবদুল আজিজকে ৬০ লাখ টাকা এককালীন সহায়তার জন্য দেন সিনেমা নির্মাণে। চুক্তি অনুযায়ী, সিনেমার কাজ ২০২২ সালের মার্চের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সময়মতো কাজ শেষ না করে, প্রযোজক তার বিনিয়োগকৃত অর্থও ফেরত দেননি। নোটিশ পাঠিয়েও টাকা না পাওয়ার পর, মুন জানতে পারেন যে ২০২৩ সালের মে মাসে ‘পাপ’ সিনেমাটি একটি ওটিটি প্ল্যাটফর্মে ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি করেছেন আজিজ। অর্থ ফেরত চাওয়ার পর, প্রযোজক মুনকে হুমকি দেন, “বেশি বাড়াবাড়ি করলে ক্যারিয়ার ধ্বংস করে দেব।” এ বিষয়ে জাকিয়া কামাল মুন জানান, "আমি বারবার টাকা ফেরত চেয়েছি, কিন্তু তিনি দেননি। ফোনও ধরছেন না, উল্টো ভয় দেখাচ্ছেন। বাধ্য হয়েই মামলা করেছি।"
মামলার আইনজীবী আবু সাঈদ শিমুল জানান, আবদুল আজিজের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং হুমকি দেওয়ার অভিযোগে ধারা ৪০৬, ৪২০, ৫০৬ অনুযায়ী মামলা করা হয়েছে। এখন গ্রেপ্তারি পরোয়ানা জারির ফলে, প্রযোজক আবদুল আজিজের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?