clock ,

২৩ বাংলাদেশিসহ ২৭৮ প্রবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

২৩ বাংলাদেশিসহ ২৭৮ প্রবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

মালয়েশিয়ায় বিভিন্ন সময়ে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক ২৩ বাংলাদেশিসহ ২৭৮ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, সাজা শেষে তাদের দেশে ফেরত পাঠানোর আগে নাগরিকত্ব যাচাই করা হয়।

এই অভিবাসীদের মধ্যে ২৩ জন বাংলাদেশি, ২৩০ জন ইন্দোনেশীয়, ১৭ জন পাকিস্তানি, জন ভারতীয়, একজন শ্রীলঙ্কার এবং একজন সিঙ্গাপুরের নাগরিক রয়েছেন। ফেরত পাঠানোর আগে, তারা যেন পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারেন, সেজন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে।

অভিবাসীরা পেকান নেনাস বন্দিশিবির থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (KLIA-1, KLIA-2) এবং জোহর বাহরুর স্টুলাং লাউট ফেরি টার্মিনাল হয়ে নিজ নিজ দেশে ফিরে গেছেন।

মালয়েশিয়া সম্প্রতি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও কঠোর করেছে। দেশটির সরকার নিয়মিতভাবে অভিবাসন আইন লঙ্ঘনকারীদের আটক নির্বাসিত করছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য