clock ,

কোরিয়া বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

কোরিয়া বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন কোরিয়া বাংলা প্রেস ক্লাবের ২০২৫ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার ( ফেব্রুয়ারি) রাজধানী সিউলের একটি হোটেলে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সময়ের টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ হানিফ সভাপতি এবং সংবাদ প্রতিদিনের প্রতিনিধি সালেহ আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১২ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি

সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ইজাজ (চ্যানেল টোয়েন্টিফোর), দপ্তর সম্পাদক রনি জামান (জাগো নিউজ), অর্থ সম্পাদক আল আমিন মৃধা (বাংলা ভিশন), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: এম. . মাহবুব (সম্পাদক, চাঁপাই নিউজ ডটকম)। সাধারণ সদস্য: আমিনুল মোগল, মীর সজল, ফারুক হোসাইন, ইঞ্জিনিয়ার এম মনির হোসেন, যায়েদ হোসেন, এফ কে মিরাজ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন . কামরুল হাসান (চেয়ারম্যান, বাংলাদেশ কমিউনিটি স্কুল, কোরিয়া)

সভাপতি মোহাম্মদ হানিফ বলেন,"বিদেশের মাটিতে বাংলাদেশের সাংবাদিকদের নিয়ে নতুন স্বপ্ন দেখছি। আমরা সত্য ন্যায়ের পথে সাংবাদিকতাকে আরও দৃঢ় করতে কাজ করবো।"

সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বলেন,"আমি কোরিয়া বাংলা প্রেস ক্লাবের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। সংগঠনকে এগিয়ে নিতে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।"

সভায় সিদ্ধান্ত হয়, প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের মেয়াদ ২০২৫ সাল থেকে দুই বছরের পরিবর্তে এক বছর করা হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর কোরিয়া বাংলা প্রেস ক্লাবের যাত্রা শুরু হয়।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য