নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের (ইসি) কোনো বিকল্প নেই। প্রথমবারের মতো ভোটার তালিকা থেকে ১৬ লাখ মৃত ভোটার বাদ দেওয়া হচ্ছে, যা নির্বাচনে কারচুপির সুযোগ কমাবে। আজ সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন,ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে একটি ভালো নির্বাচন চাই। নির্বাচন যাতে স্বচ্ছ ও নিরপেক্ষ হয়, সে বিষয়ে নির্বাচন কমিশন অঙ্গীকারবদ্ধ।নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনী ব্যবস্থার সংস্কার নিয়ে কাজ শুরু করেছে। আমরা পর্যালোচনা করেছি, কীভাবে একটি ভালো নির্বাচন করা যায় এবং অতীতের ভুলগুলো শুধরে নেওয়া যায়। সংস্কার প্রতিবেদনের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব এবং সেই অনুযায়ী কাজ করব। নির্বাচনী আসন পুনর্বিন্যাস প্রসঙ্গে তিনি বলেন,"মানিকগঞ্জে একটি সংসদীয় আসন কমানো হয়েছে। তবে এই বিষয়ে বেশ কিছু আবেদন এসেছে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন—নির্বাচন কমিশনের একান্ত সচিব মো. কামরুজ্জামান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী,পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলীজেলা নির্বাচন অফিসার মো. নাজিম উদ্দিন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্কারের মাধ্যমে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?