বাংলাদেশে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফেব্রুয়ারির ১০ দিনের মধ্যেই এটি তৃতীয়বারের মতো দাম বৃদ্ধির ঘটনা।
নতুন ঘোষিত দামে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার মূল্য ১,৯৯৪ টাকা বাড়িয়ে ১,৪৯,৮১২ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার নতুন মূল্য ঘোষণা করা হয়। নতুন দাম মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে। এর আগে, ১ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি সোনার দাম বৃদ্ধি করা হয়েছিল।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরবৃদ্ধি, ডলারের মূল্য বৃদ্ধি ও আমদানি ব্যয় বৃদ্ধির কারণে দেশের বাজারেও সোনার দাম বাড়ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?