ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে ফাউন্ডেশনের অনুদানের ওপরও কর সুবিধা বাতিল করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) এনবিআরের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আয়কর আইন ২০২৩-এর ৭৬(৩) ধারা অনুযায়ী এই সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সই করেছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। এর আগে, গত নভেম্বর মাসে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করে। ২৯ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) ধানমন্ডিতে ফাউন্ডেশনের একাধিক ঠিকানায় অভিযান চালায়, কিন্তু সেখানে সূচনা ফাউন্ডেশনের কার্যক্রমের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানায় সংস্থাটি।
সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
পুতুল বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে, যার মধ্যে পুতুলের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।
দুদকের
অভিযোগ: তথ্য গোপন ও
ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে প্লট
বরাদ্দ নেওয়া। সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান
থেকে জোরপূর্বক উপঢৌকন নেওয়া।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওপর অবৈধ প্রভাব
খাটিয়ে ফাউন্ডেশনের অনুদানের অর্থ করমুক্ত করানো,
যার ফলে সরকার বিপুল
পরিমাণ রাজস্ব হারিয়েছে।
২০১৪ সালে প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশন মূলত মানসিক ও স্নায়বিক প্রতিবন্ধিতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে কাজ করত।সায়মা ওয়াজেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ছিলেন। তবে সাম্প্রতিক দুর্নীতির অভিযোগের পর ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে এবং এর বিরুদ্ধে তদন্ত চলছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?