মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে সেলাঙ্গর রাজ্যের গোম্বাক এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৯ দেশের মোট ১৪৭ জন প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জিম)।
ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, আটক প্রবাসীদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত, পাকিস্তান, নেপাল, থাইল্যান্ড, নাইজেরিয়া ও চীনের নাগরিক রয়েছেন।
ভোরের আগেই শুরু হওয়া এ সাঁড়াশি অভিযানে আবাসিক এলাকা, নির্মাণকাজের স্থান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ঘিরে ফেলা হয়। অভিযানে ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি পুলিশ, স্থানীয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মোট ১৭৭ জন কর্মকর্তা অংশ নেন।
সেলাঙ্গর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক তুয়ান খাইররুল আমিনুস বিন কামারুদ্দিন বলেন, অবৈধভাবে অবস্থানকারী প্রবাসী এবং নথিবিহীন শ্রমিক নিয়োগের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত, ধারাবাহিক এবং আরও বিস্তৃত আকারে পরিচালনা করা হবে।
আটক প্রবাসীদের প্রাথমিক যাচাই ও তদন্তের জন্য সেমেন্যিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। কাগজপত্রে অনিয়ম প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও বহিষ্কার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?