অস্ট্রেলিয়ান ওপেনে নারীদের এককে নতুন চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখালেন এলেনা রিবাকিনা। শনিবার অনুষ্ঠিত ফাইনালে দুইবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাকে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে হারিয়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জিতলেন কাজাখস্তানের ২৬ বছর বয়সী এই তারকা।
বড় ও শক্তিশালী সার্ভ রিবাকিনার অন্যতম প্রধান অস্ত্র। পুরো টুর্নামেন্টজুড়েই এই সার্ভ তাকে এগিয়ে রেখেছে। ফাইনাল ম্যাচেও শেষ পর্যন্ত সেই সার্ভই এনে দেয় চ্যাম্পিয়নশিপ পয়েন্ট। নির্ণায়ক সেটে গুরুত্বপূর্ণ মুহূর্তে ‘এইচ’ সার্ভে পয়েন্ট জিতে শিরোপা নিশ্চিত করেন তিনি।
২০২২ সালে উইম্বলডন জয়ের পর এটি রিবাকিনার দ্বিতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা। ম্যাচ শেষে তার হাতে ট্রফি তুলে দেন ২০০১ ও ২০০২ সালের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জেনিফার ক্যাপ্রিয়াতি।
চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জয়ের পর রিবাকিনাকে দেখা যায় স্বভাবসুলভ মৃদু হাসি আর হাত নেড়ে দর্শকদের অভিবাদন জানাতে। অন্যদিকে হতাশায় ভেঙে পড়েন ফেভারিট সাবালেঙ্কা। বেলারুশিয়ান এই তারকা চারটি গ্র্যান্ডস্লাম শিরোপা জিতলেও সমান সংখ্যক ফাইনালে হারলেন তিনি। এদিনও তৃতীয় ও শেষ সেটে ৩-০ গেমে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেননি।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?