clock ,

‘এআই স্লপ’ চ্যানেল সরাতে শুরু করেছে ইউটিউব

‘এআই স্লপ’ চ্যানেল সরাতে শুরু করেছে ইউটিউব

ইউটিউবে নিম্নমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কনটেন্টের দ্রুত বিস্তারের বিষয়টি আলোচনায় আসার পর তথাকথিতএআই স্লপচ্যানেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে প্ল্যাটফর্মটি। ইউটিউবের দাবি, পুনরাবৃত্তিমূলক নিম্নমানের এআই-নির্ভর ভিডিও প্রকাশের কারণে ইতোমধ্যে বেশ কয়েকটি বড় চ্যানেল সরিয়ে দেওয়া হয়েছে। খবর গিজচায়না।

ভিডিও এডিটিং প্রতিষ্ঠান ক্যাপউইংয়ের এক গবেষণায় দেখা যায়, গত ডিসেম্বর মাসে নতুন ইউটিউব ব্যবহারকারীদের যেসব ভিডিও দেখানো হয়েছে, তার ২০ শতাংশেরও বেশি ছিলএআই স্লপ’—অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নিম্নমানের কনটেন্ট। এসব ভিডিওর মূল লক্ষ্য ছিল ভিউ বাড়ানো বিজ্ঞাপন আয় সংগ্রহ।

ক্যাপউইং জানায়, ইউটিউবে সবচেয়ে বেশি সাবস্ক্রাইব করা ১০০টিএআই স্লপচ্যানেলের মধ্যে অন্তত ১৬টি এখন আর সক্রিয় নেই। পাশাপাশি জনপ্রিয় শীর্ষ পাঁচটি চ্যানেলের মধ্যে দুটির বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে ইউটিউব।

এই ধরনের এআই স্লপ চ্যানেলগুলো বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। স্পেনে প্রায় দুই কোটি মানুষ এসব চ্যানেল অনুসরণ করতেন। যুক্তরাষ্ট্রে এর অনুসারী ছিল প্রায় কোটি ৪৫ লাখ, ব্রাজিলে কোটি ৩৫ লাখ এবং মিসরে কোটি ৮০ লাখেরও বেশি।

বিশ্লেষকদের মতে, কনটেন্টের মান বজায় রাখতে ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতেই ইউটিউব ধরনের নিম্নমানের এআই কনটেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য