clock ,

বাংলাদেশ ইস্যুর মধ্যেই নতুন সংকটে আইসিসি

বাংলাদেশ ইস্যুর মধ্যেই নতুন সংকটে আইসিসি

বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা চলার মধ্যেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬কে সামনে রেখে নতুন সংকটে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) খেলোয়াড়দের নাম, ছবি পরিচিতি ব্যবহারের শর্ত নিয়ে আইসিসির সঙ্গে সরাসরি বিরোধে জড়িয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)

ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য আইসিসি যেস্কোয়াড পার্টিসিপেশন টার্মসপাঠিয়েছে, তা ২০২৪ সালে আইসিসি ডব্লিউসিএর মধ্যে স্বাক্ষরিত সম্মত চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বরং নতুন এসব শর্তকে খেলোয়াড়দের জন্য আরও শোষণমূলক বলে দাবি করেছে খেলোয়াড়দের প্রতিনিধিত্বকারী সংগঠনটি।

ডব্লিউসিএ ইতোমধ্যে লিখিতভাবে তাদের উদ্বেগের বিষয়টি আইসিসিকে জানিয়েছে। তবে আইসিসি এসব অভিযোগ নাকচ করে বলেছে, ২০২৪ সালের চুক্তিটি কেবল আটটি সদস্য বোর্ডের জন্য প্রযোজ্য ছিল এবং আসন্ন বিশ্বকাপে অংশ নেওয়া অন্যান্য দলের খেলোয়াড়দের ক্ষেত্রে তা কার্যকর নয়।

এর জবাবে ডব্লিউসিএ জানিয়েছে, ওই চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিলসংগঠনের সঙ্গে যুক্ত সব ক্রিকেটারের জন্যই চুক্তিটি প্রযোজ্য হবে, তারা বিশ্বকাপে অংশ নিক বা না নিক। সে কারণে সব খেলোয়াড়ই ওই চুক্তির সুরক্ষা পাওয়ার অধিকার রাখেন বলে দাবি করেছে সংগঠনটি।

ডব্লিউসিএর প্রধান নির্বাহী কর্মকর্তা টম মফাট বলেন, দুই পক্ষের শর্তাবলির মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। বিশেষ করে কনটেন্ট মিডিয়া উপস্থিতি, পর্দার পেছনের ভিডিও ধারণ, ড্রেসিংরুমে প্রবেশাধিকার, খেলোয়াড়দের জৈবিক তথ্য, লাইসেন্সিং, নামছবিপরিচিতি ব্যবহার (এনআইএল), খেলোয়াড় চুক্তি এবং বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত ধারাগুলো নিয়ে তারা গভীর উদ্বিগ্ন।

মফাটের মতে, আইসিসির নতুন শর্তাবলি পূর্বে সম্মত চুক্তির তুলনায় খেলোয়াড়দের বাণিজ্যিক অধিকার সুরক্ষা উল্লেখযোগ্যভাবে সীমিত করছে। তিনি আরও বলেন, সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলোস্বল্প আয়ের তুলনামূলক ঝুঁকিপূর্ণ খেলোয়াড়দের জন্য আলাদা কঠোর শর্ত আরোপ করা হচ্ছে, যেখানে একই পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া অন্যান্য দল তুলনামূলক ভালো শর্ত পাচ্ছে।

ডব্লিউসিএর দাবি, অনেক খেলোয়াড়ের জন্য আইসিসি ইভেন্টে অংশগ্রহণই আয়ের প্রধান উৎস এবং আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার গুরুত্বপূর্ণ সুযোগ। তাই খেলোয়াড়দের অধিকার সুরক্ষিত রেখে ইভেন্ট আয়োজন জরুরি।

সংগঠনটি জানায়, তারা ক্রিকেটের উন্নয়ন কিংবা আইসিসি ইভেন্টের সম্প্রসারণের বিরোধিতা করছে না। তবে খেলোয়াড়দের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতেই সেই লক্ষ্য অর্জন করা উচিত। ডব্লিউসিএ আরও জানিয়েছে, সংশ্লিষ্ট খেলোয়াড়রা ইতোমধ্যে পূর্বে সম্মত স্কোয়াড শর্তে স্বাক্ষর করেছেন এবং তারা আশা করছে, বিশ্বকাপে আইসিসি সেই শর্তগুলোই কার্যকর করবে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য