clock ,

সীমান্ত পাড়ি দিতে গিয়ে রোমানিয়ায় বাংলাদেশিসহ ১০ অভিবাসী আটক

সীমান্ত পাড়ি দিতে গিয়ে রোমানিয়ায় বাংলাদেশিসহ ১০ অভিবাসী আটক

অনিয়মিতভাবে সীমান্ত পারাপারের সময় রোমানিয়ায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১০ জন অভিবাসীকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। একটি মালবাহী ট্রাকের ভেতর লুকিয়ে তারা রোমানিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন।

রোমানিয়ার ডলজ অঞ্চলে গত বুধবার (২৮ জানুয়ারি) ভোররাত প্রায় ৩টা ৪০ মিনিটে স্থানীয় একটি মহাসড়কের পার্কিং এলাকা থেকে অভিবাসীদের আটক করা হয়। অভিযানে অংশ নেয় গিউরজিউ আঞ্চলিক সীমান্ত পুলিশ পরিদর্শক কার্যালয়ের অধীন ক্যালাফাট সীমান্ত পুলিশ সেক্টরের সদস্যরা, যাদের সহায়তা করে বুলগেরিয়ার সীমান্তরক্ষী বাহিনী।

সীমান্ত পুলিশ জানায়, তুরস্কে নিবন্ধিত একটি মালবাহী ট্রাক তল্লাশির সময় অভিবাসীদের উদ্ধার করা হয়। ট্রাকটি চালাচ্ছিলেন ৬১ বছর বয়সী এক তুর্কি নাগরিক, যিনি তুরস্ক থেকে জার্মানির উদ্দেশে যাত্রা করছিলেন। ট্রাকটিতে ধাতব পণ্য পরিবহনের কথা থাকলেও গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয়।

তল্লাশিতে ট্রাকের কার্গো বগির ভেতর থেকে ১০ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা বাংলাদেশ, পাকিস্তান, মরক্কো, ইরান, ইরাক সিরিয়ার নাগরিক।

ঘটনার পর রোমানিয়া বুলগেরিয়ার সীমান্ত পুলিশের মধ্যে বিদ্যমান সহযোগিতা চুক্তির আওতায় একটি যৌথ সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ট্রাকচালক, আটক অভিবাসী এবং ট্রাকটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বুলগেরিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে রোমানিয়ার গিউরজিউ আঞ্চলিক সীমান্ত পুলিশ জানিয়েছে, অনিয়মিত অভিবাসন সীমান্তসংক্রান্ত অপরাধ দমনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ অভিবাসন কার্যকরভাবে নিয়ন্ত্রণ করাই তাদের লক্ষ্য।

উল্লেখ্য, গত বছর থেকে রোমানিয়া পুরোপুরি শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত হওয়ায় দেশটির সীমান্ত দিয়ে অনিয়মিত অভিবাসীদের প্রবেশ উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য