clock ,

সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান

সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান

নতুন বছরের শুরুতেই নিজের অভিনয়জীবনে আরও একটি গৌরবময় সাফল্য যোগ করলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কলকাতার বেসরকারি টেলিভিশন চ্যানেল জি ২৪ ঘণ্টা আয়োজিত বিনোদনের সেরা ২৪অ্যাওয়ার্ডে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন তিনি। সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র পুতুলনাচের ইতিকথা-তে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সম্মাননা অর্জন করেন জয়া।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জয়া আহসান লেখেন,
“‘
পুতুলনাচের ইতিকথাসিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে আমি সম্মানিত বোধ করছি। জি ২৪ ঘণ্টা আয়োজিতবিনোদনের সেরা ২৪অনুষ্ঠানে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হিসেবে এই স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের। কৃতজ্ঞ অভিভূত।

জয়ার এই অর্জনে শুভেচ্ছার জোয়ার বইছে। ভক্তদের পাশাপাশি বাংলাদেশ কলকাতার অভিনয়শিল্পী, নির্মাতা সংস্কৃতিকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসপুতুলনাচের ইতিকথা প্রথম প্রকাশিত হয় ১৯৩৪৩৫ সালে ভারতবর্ষ পত্রিকায় ধারাবাহিকভাবে। প্রায় ৯০ বছর পর সেই সাহিত্যকর্ম অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। গত বছরের আগস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

ছবিতে কুসুম চরিত্রে জয়া আহসানের অভিনয় দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় অনন্যা চট্টোপাধ্যায়যাঁরা যথাক্রমে শশী, কুমুদ, যাদব সেনদিদি চরিত্রে অভিনয় করেছেন।

কুসুম চরিত্র নিয়ে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া আহসান বলেন,
সাধারণত নারীদের শুধু কামনা-বাসনার বস্তু হিসেবেই দেখানো হয়। কিন্তু কুসুমের নিজেরও কামনা-বাসনা আছে এবং সে তা গোপন করে না। কুসুম যেন একেবারে খোলা বইতার মন, শরীর আত্মা একই সুরে বাঁধা। এখানেই শশীর সঙ্গে তার মৌলিক পার্থক্য।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য