ভারতের প্রখ্যাত পরিচালক সুমন মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুলনাচের ইতিকথা’ আজ রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হতে যাচ্ছে। সিনেমাটির কুসুম চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এটি উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে।
রটারড্যামে সিনেমার প্রদর্শনী উপলক্ষে বর্তমানে উৎসবে উপস্থিত আছেন জয়া আহসান। গতকাল রাতে তিনি নিজের ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে নীল জিনস ও সাদা শার্ট পরা অবস্থায় দেখা গেছে। একই সঙ্গে তিনি ‘পুতুলনাচের ইতিকথা’র পোস্টারও শেয়ার করেছেন।
গত বছরের ডিসেম্বরে সিনেমাটি রটারড্যাম চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়ার খবর প্রকাশিত হয়। তখন জয়া বলেছিলেন—"কুসুম চরিত্রটি করার জন্য যেকোনো অভিনেত্রী মুখিয়ে থাকেন। এই চরিত্রে অভিনয় করা আমার জন্য অত্যন্ত আনন্দের ছিল। সিনেমাটি রটারড্যামে নির্বাচিত হওয়ায় আমরা ভীষণ খুশি।"
পরিচালক সুমন মুখোপাধ্যায় জানিয়েছেন, মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসকে ভিত্তি করে তিনি ১৬ বছর ধরে এই সিনেমার পরিকল্পনা করেছেন। তবে বিভিন্ন কারণে এতদিন তা সম্ভব হয়নি। পরে প্রযোজক সমীরণ দাস এগিয়ে আসেন, যার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
‘পুতুলনাচের ইতিকথা’তে জয়া আহসানের পাশাপাশি আরও অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায় ও ধৃতিমান চট্টোপাধ্যায়। এছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে।
রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ৩০ জানুয়ারি এবং চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?