clock ,

গুড়িয়ে দেওয়া হলো শামীম ওসমানের পৈত্রিক বাড়ি

গুড়িয়ে দেওয়া হলো শামীম ওসমানের পৈত্রিক বাড়ি

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় আওয়ামী লীগের স্মৃতি বিজড়িত বায়তুল আমান ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার ( জানুয়ারি) সন্ধ্যায় একটি ভেকু (এক্সাভেটর) দিয়ে ভাঙচুর চালানো হয়।

এর আগে শহরের মিশনপাড়া এলাকায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে ছাত্র-জনতার একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়ায় বায়তুল আমানের সামনে জড়ো হয়। পরে ভেকু দিয়ে ভাঙচুর শুরু করে ছাত্র-জনতা। 

বায়তুল আমান নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের পৈত্রিক বাড়ি। এই বাড়িটিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভা হওয়ার কথা ছিল। পরে পাকিস্তানি পুলিশ বাহিনীর বাধায় ঢাকায় রোজ গার্ডেনে সভা অনুষ্ঠিত হয়েছিল।

উল্লেখ্য, দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা দায়রা জজ আদালতের সামনে শেখ মুজিবুর রহমানের ৩টি ম্যুরাল ভাঙচুর করছে বিএনপিরপন্থী আইনজীবী বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধু কর্নারে থাকা ছবি ভাঙচুর করা হয়।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য