clock ,

গণমাধ্যম বিষয়ে জাতীয় জনমত জরিপের ফল প্রকাশ

গণমাধ্যম বিষয়ে জাতীয় জনমত জরিপের ফল প্রকাশ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত গণমাধ্যম বিষয়ে জাতীয় জনমত জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের জন্য এই জরিপটি পরিচালিত হয়, যা দেশের গণমাধ্যম ব্যবহারের প্রবণতা গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা মূল্যায়নে প্রথম জাতীয় পর্যায়ের উদ্যোগ।

আজ বৃহস্পতিবার, গণমাধ্যম সংস্কার কমিশনের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ সায়েম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের ফল প্রকাশ করা হয়। এতে বলা হয়, জুলাই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে পাঠক, দর্শক শ্রোতাদের মনোভাব বিশ্লেষণ করা হয়েছে।

জরিপ অনুযায়ী, মানুষ প্রচলিত গণমাধ্যমের চেয়ে মোবাইল ফোনের ওপর বেশি নির্ভরশীল। তবে সামগ্রিকভাবে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা এখনো অটুট থাকলেও রাজনৈতিক, সরকারি প্রভাবশালী গোষ্ঠীর হস্তক্ষেপ বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ক্ষেত্রে বড় অন্তরায় হিসেবে দেখা হচ্ছে।

মুদ্রিত সংবাদপত্র পড়ার প্রবণতা কমছে: ৭৩% উত্তরদাতা জানান, তারা প্রিন্ট পত্রিকা পড়েন না। এর মধ্যে ৪৬% জানিয়েছেন, সংবাদপত্র পড়ার প্রয়োজন মনে করেন না।

টেলিভিশনের জনপ্রিয়তা বজায় থাকলেও কমেছে দর্শকসংখ্যা: জরিপে দেখা গেছে, ৫৩% মানুষ টেলিভিশন দেখেন না, তবে ৬৫% উত্তরদাতা এখনো টেলিভিশনকে নির্ভরযোগ্য তথ্যের মাধ্যম হিসেবে ব্যবহার করেন।

রেডিওর গুরুত্ব তলানিতে: ৯৪% উত্তরদাতা জানান, তারা রেডিও শোনেন না। তাদের মধ্যে ৫৪% বলেছেন, রেডিও শোনার প্রয়োজন বোধ করেন না, আর ৩৫% রেডিও সেটের অপ্রাপ্যতাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন।

জরিপে উঠে এসেছে, মুদ্রিত পত্রিকা কম পড়লেও ৫৯% মানুষ মোবাইলে অনলাইন সংবাদ সংস্করণ পড়েন। তবে কম্পিউটার, ল্যাপটপ বা ট্যাব ব্যবহার করে সংবাদ পড়ার হার মাত্র .%

৮৮% মানুষ মোবাইল ফোনকে সংবাদ গ্রহণের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করেন, যেখানে কম্পিউটারের ব্যবহার মাত্র %

সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর আস্থা: ফেসবুক (৩১%), ইউটিউব (১৬.%)

জরিপে অংশগ্রহণকারীরা গণমাধ্যমকে স্বাধীন, পক্ষপাতহীন রাজনৈতিক প্রভাবমুক্ত দেখতে চান। তবে বেশিরভাগ উত্তরদাতা মনে করেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বাংলাদেশ বেতার সরকারের নিয়ন্ত্রণেই থাকা উচিত।

জরিপে দেখা গেছে, গণমাধ্যমের চেয়ে শিক্ষকরা বেশি বিশ্বাসযোগ্য। শিক্ষার ক্ষেত্রে ৪২% উত্তরদাতা শিক্ষককে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যের উৎস হিসেবে মনে করেন।

এই জরিপ পয়লা জানুয়ারি থেকে জানুয়ারি পর্যন্ত পরিচালিত হয় এবং এতে দেশের ৬৪ জেলার ৪৫ হাজার পরিবারের (হাউজহোল্ড) ১০ বছরের বেশি বয়সী সদস্যদের মতামত সংগ্রহ করা হয়।

জরিপের মাধ্যমে গণমাধ্যমের বিস্তার, সংবাদ গ্রহণের অভ্যাস, গণমাধ্যমের ওপর মানুষের আস্থা এবং গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, যা ভবিষ্যতে গণমাধ্যম সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য