প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর–ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রান্তিকে ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবার শক্তিশালী প্রবৃদ্ধির ফলে আয় ও মুনাফায় উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি। তবে গেমিং ও হার্ডওয়্যার খাতে আয় কিছুটা কমেছে। খবর দ্য ভার্জ।
আয় ও মুনাফায় শক্তিশালী প্রবৃদ্ধি
প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর–ডিসেম্বর প্রান্তিকে মাইক্রোসফটের মোট আয় দাঁড়িয়েছে ৮১ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি। একই সময়ে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ২৩ শতাংশ বেড়ে ৩০.৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। মাইক্রোসফটের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) অ্যামি হুড জানান, এ আর্থিক ফলাফল বাজার বিশ্লেষকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।
ক্লাউড ব্যবসায় রেকর্ড সাফল্য
মাইক্রোসফটের ইতিহাসে এই প্রথম কোনো একক প্রান্তিকে ক্লাউড ব্যবসা থেকে আয় ৫০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বিশেষ করে ‘ইন্টেলিজেন্ট ক্লাউড’ বিভাগে আয় ২৯ শতাংশ বেড়ে ৩২.৯ বিলিয়ন ডলার হয়েছে। আজুর ও অন্যান্য ক্লাউড সেবার চাহিদা এই প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।
এআই নিয়ে আশাবাদী নাদেলা
প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা বলেন, বিশ্ব এখন এআই বিপ্লবের প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এর প্রভাব প্রযুক্তি খাতে স্পষ্ট। তাঁর ভাষায়, মাইক্রোসফটের এআই ব্যবসা এখন অনেক বড় ফ্র্যাঞ্চাইজির চেয়েও বেশি আয় করছে। ওপেনএআইয়ের সঙ্গে অংশীদারত্বও ক্লাউড ও এআই ব্যবসার প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গেমিং ও হার্ডওয়্যারে চাপ
ক্লাউডে সাফল্য এলেও মাইক্রোসফটের পার্সোনাল কম্পিউটিং বিভাগে আয় ৩ শতাংশ কমে ১৪.৩ বিলিয়ন ডলারে নেমেছে। বিশেষ করে গেমিং খাতে পতন স্পষ্ট—এক্সবক্স হার্ডওয়্যার আয় ৩২ শতাংশ কমেছে। গেমিং কনটেন্ট ও সাবস্ক্রিপশন সেবা থেকেও আয় ৫ শতাংশ হ্রাস পেয়েছে।
উইন্ডোজ ১১ ও ভবিষ্যৎ বিনিয়োগ
মাইক্রোসফট জানিয়েছে, বিশ্বজুড়ে উইন্ডোজ ১১ ব্যবহারকারীর সংখ্যা এক বিলিয়ন ছাড়িয়েছে। উইন্ডোজ ১০-এর সাপোর্ট বন্ধের ঘোষণায় নতুন সংস্করণে আপগ্রেড বাড়ছে।
ভবিষ্যৎ প্রযুক্তিতে আধিপত্য ধরে রাখতে এ প্রান্তিকে মাইক্রোসফট ৩৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, যার বড় অংশ ব্যয় হয়েছে এআই অবকাঠামো ও উন্নত চিপ তৈরিতে। প্রতিষ্ঠানটি সম্প্রতি নিজস্ব এআই চিপ ‘মাইয়া ২০০’ বাজারে আনার ঘোষণা দিয়েছে, যা গুগল ও অ্যামাজনের সঙ্গে প্রতিযোগিতা করবে।
সব মিলিয়ে, গেমিং ও ডিভাইস খাতে কিছুটা চাপ থাকলেও ক্লাউড ও এআই ব্যবসাই মাইক্রোসফটের আয়ের প্রধান চালিকাশক্তি হিসেবে উঠে এসেছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?