চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে সর্বোচ্চ ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের বিষয়ে আলোচনা করছে জাপানের বিনিয়োগ সংস্থা সফটব্যাংক। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে গত ডিসেম্বরে ওপেনএআইয়ে ৪১ বিলিয়ন ডলার বিনিয়োগ সম্পন্ন করে সফটব্যাংক। ওই বিনিয়োগের ফলে বর্তমানে ওপেনএআইয়ের প্রায় ১১ শতাংশ শেয়ারের মালিক মাসায়োশি সনের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটি।
বিশ্লেষকদের মতে, নতুন বিনিয়োগ বাস্তবায়িত হলে ওপেনএআইয়ের প্রতি সফটব্যাংকের আস্থা আরও গভীর হবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে তাদের দীর্ঘমেয়াদি ‘অল-ইন’ বিনিয়োগ কৌশল আরও জোরদার হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওপেনএআইয়ের নতুন তহবিল সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবেই এই বিনিয়োগের আলোচনা চলছে।
বাজার বিশ্লেষকদের ধারণা, অতিরিক্ত ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ হলে ওপেনএআইয়ে সফটব্যাংকের প্রভাব ও অবস্থান আরও শক্তিশালী হবে। এতে প্রতিষ্ঠানটির মোট বাজারমূল্য প্রায় ৮৩০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
বিশ্ব প্রযুক্তি খাতে এআই নিয়ে প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে। বিশেষ করে গুগলের মতো প্রযুক্তি জায়ান্টদের নিজস্ব এআই মডেল ওপেনএআইয়ের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এই প্রতিযোগিতায় টিকে থাকতে এবং নতুন মডেল প্রশিক্ষণ ও পরিচালনার উচ্চ ব্যয় মেটাতে ওপেনএআইয়ের বিপুল অর্থায়ন প্রয়োজন।
এদিকে ওপেনএআই ও সফটব্যাংক যৌথভাবে ‘স্টারগেট’ নামে ৫০০ বিলিয়ন ডলারের একটি বৃহৎ প্রকল্পে বিনিয়োগ করছে। এই প্রকল্পের লক্ষ্য শক্তিশালী ও আধুনিক এআই ডেটা সেন্টার নির্মাণ। এর আওতায় গত বছর যুক্তরাষ্ট্রে ওপেনএআই, ওরাকল ও সফটব্যাংক যৌথভাবে পাঁচটি নতুন এআই ডেটা সেন্টার স্থাপনের ঘোষণা দেয়।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?