প্রযুক্তি দুনিয়ায় নতুন আলোড়ন তুলেছে ইলন মাস্কের ওপেনএআই কেনার প্রস্তাব। ৯৭.৪ বিলিয়ন ডলারের এই প্রস্তাব পাঠানো হয়েছে চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই-এর পরিচালনা পর্ষদের কাছে।
মাস্ক বনাম অল্টম্যান: দ্বন্দ্বের ইতিহাস
২০১৫ সালে স্যাম অল্টম্যান ও ইলন মাস্ক একসঙ্গে ওপেনএআই প্রতিষ্ঠা করেন।২০১৮ সালে মাস্ক প্রতিষ্ঠান ছেড়ে যান, এরপর থেকেই তাদের সম্পর্কের অবনতি ঘটে।মাস্ক অভিযোগ করেন, ওপেনএআই লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়ে মূল নীতি থেকে সরে এসেছে।অল্টম্যান ব্যঙ্গাত্মকভাবে মাস্কের টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দেন।
অধিগ্রহণের প্রস্তাব ও ওপেনএআই-এর প্রতিক্রিয়া
মাস্ক চান ওপেনএআই-কে উন্মুক্ত-সোর্স ও নিরাপত্তাকেন্দ্রিক প্ল্যাটফর্মে ফিরিয়ে আনতে। কিন্তু ওপেনএআই ইতিমধ্যেই ৩০০ বিলিয়ন ডলারের বাজারমূল্যে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করছে। ২০২৩ সালে ওপেনএআই-এর মূল্যায়ন ছিল ১৫৭ বিলিয়ন ডলার।
মাস্কের সমর্থক প্রতিষ্ঠানগুলো: মাস্কের নেতৃত্বে থাকা এক্সএআই, ব্যারন ক্যাপিটাল গ্রুপ ও ভ্যালর ম্যানেজমেন্ট এই অধিগ্রহণ প্রচেষ্টার অংশ। মাস্কের আইনজীবী বলেছেন, যদি কেউ উচ্চমূল্যের প্রস্তাব দেয়, তারা সেটি অতিক্রম করতে প্রস্তুত।
যুক্তরাষ্ট্র ৫০০ বিলিয়ন ডলারের কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে। এতে ওরাকল, জাপানের বিনিয়োগ সংস্থা ও আমিরাতের সার্বভৌম তহবিল জড়িত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রকল্পকে ‘সবচেয়ে বড় এআই উদ্যোগ’ বলে ঘোষণা দিয়েছেন।
ওপেনএআই বর্তমানে এআই প্রযুক্তির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। মাস্কের এই পদক্ষেপের ফলে এআই প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রতিযোগিতা শুরু হতে পারে। অল্টম্যান যদি প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তাহলে মাস্ক আরও আগ্রাসী কৌশল নিতে পারেন।
মাস্ক ও তার বিনিয়োগকারীরা উচ্চতর মূল্য দিতে চাইলে আলোচনার দরজা খোলা থাকতে পারে। স্টারগেট প্রকল্প ও ওপেনএআই-এর ভবিষ্যৎ পরবর্তী প্রযুক্তি দৌড়ে নির্ধারক ভূমিকা রাখবে। এআই দুনিয়ার দুই প্রধান ব্যক্তিত্বের এই সংঘর্ষ পুরো শিল্পের গতিপথ পাল্টে দিতে পারে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?