যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নির্বাহী আদেশ অনুযায়ী, অস্থায়ী অভিবাসী কর্মীদের (যেমন এইচ১বি ভিসাধারী) সন্তানদের নাগরিকত্ব বাতিলের পরিকল্পনা করা হয়েছে। এতে হাজার হাজার ভারতীয় অভিবাসীর আমেরিকান ড্রিম হুমকির মুখে পড়েছে।
ফেডারেল আদালতের দুই বিচারক আপাতত ট্রাম্পের আদেশ স্থগিত করেছেন। মামলাটি উচ্চ আদালতে গড়াতে পারে, যেখানে সিদ্ধান্ত বদলের সম্ভাবনা আছে।
যুক্তরাষ্ট্রে ৫ মিলিয়নের বেশি ভারতীয় নন-ইমিগ্রান্ট ভিসাধারী আছেন। বিশেষজ্ঞরা বলছেন, যদি আদেশ কার্যকর হয়, তবে ভবিষ্যতে জন্ম নেওয়া কোনো ভারতীয় অভিবাসীর সন্তান নাগরিকত্ব পাবে না। ভারতীয়রা গ্রিন কার্ডের জন্য সবচেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেন। কিছু অভিবাসী দম্পতি আগেভাগে সন্তান জন্ম দিতে চাচ্ছেন, যেন নাগরিকত্বের সুযোগ পান। যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা নাগরিকত্বের জন্য আগাম সিজারিয়ান করানোর বিষয়টি নৈতিকভাবে গ্রহণযোগ্য মনে করছেন না। ২০২৩ সালে গ্রিন কার্ডের অপেক্ষমাণ ভারতীয় অভিবাসীর সংখ্যা ছিল ১.১ মিলিয়ন। অনেকের আজীবন অপেক্ষা করতে হতে পারে, এমনকি অনেকে গ্রিন কার্ড পাওয়ার আগেই মারা যেতে পারেন।
অবৈধ অভিবাসীদের সন্তানরা যুক্তরাষ্ট্রে জন্মের মাধ্যমে নাগরিকত্ব পেত। ২১ বছর বয়সে তারা মা-বাবার জন্য গ্রিন কার্ড আবেদন করতে পারতো। ট্রাম্পের নতুন আদেশ এ সুযোগ বন্ধ করে দিতে পারে।
এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ভারতীয় এইচ১বি ভিসাধারী পরিবারগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে। যদিও এখনো এটি আইনি লড়াইয়ের মধ্যে আছে, তবুও অস্থায়ী অভিবাসীদের মধ্যে ব্যাপক দুশ্চিন্তা দেখা দিয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?