সরকার নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে সিএনজি ও পেট্রোলচালিত অটোরিকশা চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিআরটিএর পরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনার কথা জানানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে পাঠানো পত্রে বলা হয়েছে, সরকার নির্ধারিত মিটারের চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পেলে চালকদের বিরুদ্ধে মামলা করতে হবে।
সর্বোচ্চ শাস্তি:৬ মাসের কারাদণ্ড , ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা
সরকার নির্ধারিত সিএনজি ভাড়া: প্রথম ২ কিলোমিটারের ভাড়া: ৪০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটার: ১২ টাকা , ওয়েটিং চার্জ: প্রতি মিনিটে ২ টাকা
আইন অনুযায়ী বাধ্যবাধকতা
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৩৫(৩) অনুযায়ী, কোনো চালক রুট পারমিটের মধ্যে যেকোনো গন্তব্যে যাত্রী নিতে বাধ্য। ধারা ৮১ অনুযায়ী, মিটারের অতিরিক্ত ভাড়া আদায় শাস্তিযোগ্য অপরাধ।
ঢাকায় ১৫০ টাকার কমে স্বল্প দূরত্বেও সিএনজি পাওয়া যায় না। চালকরা অভিযোগ করছেন, অটোরিকশা মালিকরা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি জমা আদায় করছেন। নীতিমালায় দৈনিক জমা ৯০০ টাকা থাকলেও মালিকরা ১২০০-২০০০ টাকা পর্যন্ত নিচ্ছেন।
বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন জানিয়েছেন, মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তবে, বিআরটিএ পরিচালক শীতাংশু শেখরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?