ভারত সরকারের বিরুদ্ধে মামলা করেছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান এক্স। প্রতিষ্ঠানটি অভিযোগ করেছে, ভারত সরকার অবৈধভাবে সেন্সরশিপ ক্ষমতা বৃদ্ধি করেছে এবং কনটেন্ট সরানোর জন্য অসাংবিধানিক পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ ভারতের কর্ণাটকের হাইকোর্টে এই মামলা দায়ের করা হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কনটেন্ট সরানোর আদেশ নিয়ে এক্স ও ভারতের মোদি সরকারের মধ্যে চলমান আইনি বিরোধের অংশ হিসেবে এই মামলা করা হয়েছে। এমন সময়ে মামলাটি দায়ের করা হলো, যখন ভারতের বাজারে মাস্কের স্টারলিংক এবং টেসলা ব্যবসার সম্প্রসারণের প্রস্তুতি চলছে।
প্রতিবেদনে আরো জানানো হয়েছে, দক্ষিণ কর্ণাটকের হাইকোর্টের এক বিচারক এই সপ্তাহের শুরুর দিকে মামলার সংক্ষিপ্ত শুনানি করেন, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। আগামী ২৭ মার্চ মামলার পরবর্তী শুনানি হবে।
মামলাটি দাবী করছে, ভারত তার তথ্যপ্রযুক্তি আইন (আইটি অ্যাক্ট) অপব্যাখ্যা করেছে, বিশেষত আইনের ৭৯(৩)(বি) ধারা যেভাবে কার্যকর করা হচ্ছে, তা সুপ্রিম কোর্টের একটি রায় লঙ্ঘন করছে। এক্সের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের পদক্ষেপ সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকারকে ক্ষতিগ্রস্ত করছে এবং একইসাথে সরকারের আইন ভঙ্গ করছে।
ভারতের তথ্যপ্রযুক্তি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করার জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?