বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর সম্ভাবনা নিয়ে স্পেসএক্স ও টেসলার মালিক ইলন মাস্কের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকের পর এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে তিনি জানান, দেশে স্টারলিংক চালুর সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে।
এ সংক্রান্ত টুইটে ইলন মাস্ক ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে মাত্র ৫৮ মিনিটের মধ্যে উত্তর দেন, "এটার জন্য মুখিয়ে আছি!" (Looking forward to it!)। প্রযুক্তিপ্রেমীরা মনে করছেন, উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট চালুর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে, বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সহজলভ্য করতে স্টারলিংকের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।
বিশ্লেষকদের মতে, স্টারলিংকের আগমন টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাতে বড় পরিবর্তন আনতে পারে। তবে কবে নাগাদ এটি বাস্তবায়িত হবে, তা এখনো স্পষ্ট নয়। সরকারিভাবে আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও এই টুইট এক্সচেঞ্জ প্রযুক্তিগত অগ্রগতির নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। এর আগে, প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এক বিবৃতিতে জানান, ভার্চুয়াল মিটিংয়ে রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকারের ইস্যু বিষয়ক প্রতিনিধি ড. খলিলুর রহমান, এসডিজির প্রধান সমন্বয়কারী লামিয়া মোরশেদ, এবং স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার লরেন ড্রেয়ার ও ভাইস প্রেসিডেন্ট রিচার্ড গ্রিফিথস উপস্থিত ছিলেন। মিটিংয়ে স্টারলিংকের স্যাটেলাইট সংযোগের নতুন ধরণ, প্রভাব এবং বাংলাদেশের উদ্যোক্তা, নারী ও প্রত্যন্ত সম্প্রদায়ের জন্য এটি কীভাবে কার্যকর হতে পারে, তা নিয়ে আলোচনা হয়। শিক্ষা, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক উন্নয়ন এবং ডিজিটাল বিভাজন দূর করার বিষয়েও আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, "বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ একীভূত করা লক্ষাধিক মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং দেশকে বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে।" তিনি ইলন মাস্কের সঙ্গে আরও কাজ করার আগ্রহও প্রকাশ করেন।
এ সময় ইলন মাস্ক গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্রঋণের প্রশংসা করেন এবং জানান, গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ভিলেজ ফোন সম্পর্কে তিনি অবগত। তিনি বলেন, "বাংলাদেশে উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন ও আর্থিক প্রগতিতে স্টারলিংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?