স্পেসএক্সের স্টারশিপ উৎক্ষেপণের মাত্র ১০ মিনিটের মধ্যেই পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আগুন ধরে যায়, যা এটিকে চলতি বছরে দ্বিতীয়বারের মতো ব্যর্থতার মুখে ফেলে। স্থানীয় সময় বৃহস্পতিবার টেক্সাসের বোকা চিকায় সন্ধ্যা সাড়ে ছয়টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টা) ৪০৩ ফুট দীর্ঘ এই রকেট উৎক্ষেপণ করা হয়। প্রথম ধাপে কোনো সমস্যা না হলেও, বুস্টারটি সফলভাবে রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর দিকে ফিরে আসে এবং মাঝপথে একটি ক্রেন সেটিকে ধরে ফেলে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্টারশিপের বাকি অংশ ঘুরতে শুরু করে এবং একাধিক ইঞ্জিন বন্ধ হয়ে যায়, যার ফলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে বিস্ফোরিত হয়।
স্পেসএক্সের লাইভ ইভেন্টে কোম্পানির মুখপাত্র ড্যান হুয়ট বলেন, "দুর্ভাগ্যবশত, আগেরবারও একই ঘটনা ঘটেছিল। আমাদের যেন এটার সাথে অভ্যস্ত হয়ে যেতে হচ্ছে।"
পরপর দুইবারের এই ব্যর্থতা ইলন মাস্কের মহাকাশ পরিকল্পনার ওপর প্রভাব ফেলতে পারে। মাস্ক ২০২৫ সালের মধ্যে মহাকাশ অভিযানে গতি আনার পরিকল্পনা করেছিলেন, তবে বারবার ব্যর্থতার ফলে তার সময়সূচি পিছিয়ে যেতে পারে। জানুয়ারিতে স্টারশিপ উৎক্ষেপণের মাত্র আট মিনিটের মধ্যেই বিস্ফোরিত হয়েছিল এবং এর ধ্বংসাবশেষ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ওপর পড়তে দেখা যায়, যেখানে টার্কস ও কাইকোস দ্বীপে একটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এই দশকের শেষের দিকে ইলন মাস্ক মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছেন, যেখানে স্টারশিপ মূল পরিবহন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তবে এই ব্যর্থতার পুনরাবৃত্তি ঠেকাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) স্পেসএক্সকে তদন্তের নির্দেশ দিয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?