জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘বেওয়াচ’ ও ‘নাইট রাইডার’-এর অভিনেত্রী পামেলা বাখ আত্মহত্যা করেছেন। স্থানীয় সময় বুধবার (৫ মার্চ) হলিউড হিলসের নিজ বাড়ি থেকে ৬২ বছর বয়সী এই অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়।
নব্বই দশকের জনপ্রিয় সিরিজ ‘বেওয়াচ’-এর তারকা ডেভিড হ্যাসেলহফের সাবেক স্ত্রী ছিলেন পামেলা। সাবেক স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে এক বিবৃতিতে হ্যাসেলহফ বলেন, "পামেলার মৃত্যুতে আমাদের পরিবার গভীরভাবে শোকাহত। এই দুঃসময় পাড়ি দেওয়া আমাদের জন্য কঠিন। বিষয়টি নিয়ে গোপনীয়তা রক্ষা করার অনুরোধ করছি।"
১৯৬২ সালে ওকলাহোমার টুলসায় জন্মগ্রহণ করেন পামেলা বাখ। ১৯৭০ সালে শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু হয়। তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে—‘দ্য ইয়ং অ্যান্ড দ্য রেস্টলেস’, ‘চিয়ার্স’, ‘দ্য ফল গাই’, ‘টিজে হুকার’, ‘সুপারবয়’ ও ‘ভাইপার’। বিশ্বজুড়ে জনপ্রিয় আশির দশকের টেলিভিশন সিরিজ ‘নাইট রাইডার’-এ অভিনয়ের সময় পামেলার সঙ্গে ডেভিড হ্যাসেলহফের পরিচয় হয়। পরে ১৯৮৯ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের দুই কন্যা সন্তান রয়েছে।
প্রিয় অভিনেত্রী ও স্নেহশীল মা পামেলা বাখ-হ্যাসেলহফের মর্মান্তিক মৃত্যুর খবরে হলিউড শোকস্তব্ধ। বেওয়াচ’ ও ‘নাইট রাইডার’-এর জন্য পরিচিত হলেও, বাখের প্রভাব শুধু পর্দাতেই সীমাবদ্ধ ছিল না। তার কাছের মানুষের মতে, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত ভূমিকা ছিল মা হিসেবে—তার দুই কন্যা টেইলর ও হেইলি হ্যাসেলহফের প্রতি তার অপার ভালোবাসা।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?