বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে সায়মা ওয়াজেদ পুতুলকে সরানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৯ জানুয়ারি (রবিবার) এ চিঠি পাঠানো হয়।
এর আগে, ১৫ জানুয়ারি সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার অভিযোগে তদন্তের সিদ্ধান্ত নেয় দুদক।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করেছেন। অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচলে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
উল্লেখ্য, গত বছরের ৩০ অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, সায়মা ওয়াজেদের বিরুদ্ধে আর্থিক ও ফৌজদারি মামলা থাকায় তার মাধ্যমে ডব্লিউএইচও’র সঙ্গে কাজ করতে চায় না বাংলাদেশ সরকার। এজন্য ডব্লিউএইচও’র সঙ্গে সরাসরি কাজ করার বিষয়ে সংস্থাটিকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সায়মা ওয়াজেদ ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?