clock ,

পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ

পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ

প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৭ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আদেশ দেন। আদালত দুদক সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দুদক ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে ১০ এপ্রিল একই মামলায় শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর ১৩ এপ্রিল পৃথক তিনটি মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ মোট ২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

প্লট বরাদ্দ দুর্নীতির ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৬ জনকে অভিযোগপত্রভুক্ত আসামি করা হয়েছে।

২০২৩ সালের ২৬ ডিসেম্বর শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ পাওয়া প্লট নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। এরপর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য