পপতারকা জাস্টিন বিবার তার নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন বলে জানিয়েছে মার্কিন একাধিক গণমাধ্যম। অ্যালবামের কাজ শেষ করতে শিগগিরই ইউরোপের উত্তরাঞ্চলের পাঁচটি দেশের মধ্যে একটি সফর করবেন তিনি।
বর্তমানে লস অ্যাঞ্জেলেসের নিজস্ব বাড়িতে নতুন অ্যালবামের জন্য ‘জ্যাম সেশন’ চালিয়ে যাচ্ছেন বিবার। এসব জ্যামিং সেশনে তার সঙ্গে নিয়মিত অংশ নিচ্ছেন ডিজে টে জেমস, হার্ভ, কার্টার ল্যাং, এডি বেঞ্জামিন এবং যুক্তরাজ্যের গায়ক-গীতিকার সেকউরের মতো পরিচিত শিল্পীরা।
নাম ঠিক না হওয়া এই অ্যালবামের নির্মাণ প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন খ্যাতনামা অডিও প্রযোজক ডিলান উইগিন্স।
সম্প্রতি বিবার তার দীর্ঘদিনের ম্যানেজার স্কুটার ব্রনকে বাদ দিয়ে নতুন একটি টিমের সঙ্গে কাজ শুরু করেছেন। বর্তমানে তিনি ‘ডেফ জ্যাম রেকর্ডস’-এর সঙ্গে চুক্তিবদ্ধ, যার আওতায় আরও চারটি অ্যালবাম প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।
স্পটিফাইয়ে জাস্টিন বিবারের ১৭টি গান ইতোমধ্যেই এক বিলিয়ন বারের বেশি শোনা হয়েছে। বিলবোর্ড হট ১০০ চার্টেও রয়েছে তার আটটি গান। এসব পরিসংখ্যান বলছে, সংগীতপ্রেমী দর্শকদের যেমন তার নতুন অ্যালবাম নিয়ে ব্যাপক উত্তেজনা, তেমনি রেকর্ড কোম্পানির পক্ষ থেকেও রয়েছে বড় ধরনের প্রত্যাশা। সব মিলিয়ে বলা যায়, বিবারের নতুন অ্যালবাম সংগীত দুনিয়ায় দারুণ আলোড়ন তুলবে—এমনটাই আশা করা হচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?