clock ,

রেলের উন্নয়নে ৪৪ কোটি টাকা অনুদান দিচ্ছে দক্ষিণ কোরিয়া

রেলের উন্নয়নে ৪৪ কোটি টাকা অনুদান দিচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে ৪৪ কোটি ৩০ লাখ টাকা অনুদান প্রদান করবে দক্ষিণ কোরিয়া।

এই অনুদান দেওয়া হবে "ইম্প্রুভমেন্ট প্রজেক্ট অব রোলিং স্টক ম্যানেজমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স" প্রকল্পের আওতায়। ১৯ জানুয়ারি (রবিবার) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কার্যালয়ে বাংলাদেশ সরকার দক্ষিণ কোরিয়ার সরকারের মধ্যে সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে ভূমি, অবকাঠামো পরিবহন মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ইয়ং উও স্বাক্ষর করেন।

প্রকল্পটির মূল লক্ষ্য হলো কোরিয়া এক্সিম ব্যাংকের ইডিসিএফ (ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড) অর্থায়নে পূর্বে সংগৃহীত বাংলাদেশ রেলওয়ের লোকোমোটিভগুলোর টেকসই রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা। উদ্দেশ্যে প্রকল্পের আওতায় পরামর্শক সেবা প্রদান, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি করা হবে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য