clock ,

শরণার্থীদের ক্ষতিপূরণ দিতে ইতালিকে আদালতের নির্দেশ

শরণার্থীদের ক্ষতিপূরণ দিতে ইতালিকে আদালতের নির্দেশ

ইতালির একটি আদালত দেশটির সরকারকে ২০১৮ সালে উপকূলরক্ষীদের জাহাজ দিচত্তিতে আটক থাকা একদল শরণার্থীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। সেসময় তাদের সিসিলির বন্দরে নামতে দেওয়া হয়নি, যা আদালতের মতে মানবাধিকার লঙ্ঘনের শামিল।

শুক্রবার ( মার্চ) রোমের সুপ্রিম কোর্ট রায় দেয় যে, ইতালি রাষ্ট্রকে ওই শরণার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে। মূলত ইরিত্রিয়ার নাগরিকদের একটি দলকে ২০১৮ সালে দশ দিন ধরে জাহাজে আটকে রাখা হয়েছিল।

ওই বছরের আগস্টে ইতালির উপকূলরক্ষীরা লাম্পেদুসা দ্বীপের কাছে ১৯০ জন শরণার্থীকে উদ্ধার করে। তাদের মধ্যে ১৩ জনকে জরুরি চিকিৎসার জন্য দ্বীপটিতে নিয়ে যাওয়া হয়, কিন্তু বাকিদের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনির নির্দেশে জাহাজে আটকে রাখা হয়। সালভিনি তাদের টানা দশ দিন সিসিলির কাতানিয়া বন্দরে নামতে দেননি।

অবশেষে, আলবেনিয়া আয়ারল্যান্ড কিছু আলবেনিয়া  আয়ারল্যান্ড কে আশ্রয় দিতে সম্মত হলে এবং ইতালির ক্যাথলিক চার্চ সহায়তার হাত বাড়ালে, ওই অভিবাসীদের অবতরণ করার অনুমতি দেওয়া হয়।

রাইনিউজ২৪-এর সিনিয়র রিপোর্টার আনজেলা কাপোনেত্তো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আদালতের রায়ের অংশবিশেষ প্রকাশ করেন। সেখানে বলা হয়েছে, ২০১৮ সালের ওই ঘটনা ইতালির আইন লঙ্ঘন করেছে এবং মানবিক মর্যাদার প্রতি অসম্মান প্রদর্শন করেছে। এই মামলাটি করেন একজন ইরিত্রিয়ান নাগরিক, যিনি ওই সময় জাহাজে আটকে ছিলেন। 

আদালতের এই রায়ে ইতালির উগ্র ডানপন্থী সরকার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। প্রধানমন্ত্রী জর্জা মেলোনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এখন "ইতালীয় করদাতাদের অর্থ দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষতিপূরণ দিতে হবে" তিনি রায়টিকেহতাশাজনকবলে অভিহিত করেন।

বর্তমানে ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি আদালতের রায়কে "বেইজ্জতি" বলে আখ্যা দিয়েছেন। তিনি এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, “বিচারকদের যদি এত দরদ থাকে, তাহলে তারাই পয়সা দিক এবং অবৈধ অভিবাসীদের গ্রহণ করুক

আদালতের রায় নিয়ে বিতর্ক বাড়লে সুপ্রিম কোর্টের বিচারপতি মার্গেরিটা ক্যাসানো বলেন, “রায়ের সমালোচনা করা যেতে পারে, তবে তার অমর্যাদা করা গ্রহণযোগ্য নয়

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য