clock ,

ক্যানারি দ্বীপপুঞ্জে একদিনে ৪৫২ অনিয়মিত অভিবাসীর আগমন

ক্যানারি দ্বীপপুঞ্জে একদিনে ৪৫২ অনিয়মিত অভিবাসীর আগমন

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে একদিনে ৪৫২ জন অনিয়মিত অভিবাসী পৌঁছেছে। শনিবার ( মার্চ) সাতটি নৌকায় আসা এই অভিবাসীদের নিরাপদে তীরে নিয়ে আসে স্প্যানিশ ম্যারিটাইম রেসকিউ সার্ভিস। দেশটির সংবাদমাধ্যম ইএফই এই তথ্য নিশ্চিত করেছে।

প্রথম নৌকাটি শনিবার সকালে লা গোমেরার দক্ষিণে সান্তিয়াগো সৈকতে এসে পৌঁছায়। এতে ৩৮ জন অভিবাসী ছিলেন, যাদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক তিনজন নারী ছিলেন। দ্বিতীয় নৌকাটি ৫২ জন অভিবাসী নিয়ে গ্রান ক্যানারিয়ার আনফি দেল মার উপকূলের . কিলোমিটার দূরে এসে পৌঁছায়। একই দিন রাত সাড়ে ৯টায় আরও একটি নৌকা ৫৬ জন অভিবাসী নিয়ে ক্যানারিতে আসে। তাদের সবাইকে উদ্ধার করে এল হিয়েরো দ্বীপে নেওয়া হয়।

স্প্যানিশ ম্যারিটাইম রেসকিউ সার্ভিসের তথ্য অনুযায়ী একটি নৌকায় ৭৭ জন অভিবাসী ছিলেন।দুটি নৌকায় যথাক্রমে ৭০ জন ৭৩ জন অভিবাসী ছিলেন। বাকি নৌকাগুলোতে বিক্ষিপ্তভাবে অন্যান্য অভিবাসী ছিলেন, যারা নিরাপদেই স্পেনের উপকূলে পৌঁছেছেন।

চলতি বছরেও ক্যানারিতে অনিয়মিত অভিবাসীদের আগমন অব্যাহত রয়েছে। ২০২৫ সালের জানুয়ারির শেষ দুই দিনে প্রায় ৬১৮ জন অভিবাসী দ্বীপপুঞ্জে পৌঁছান।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারিতে ৭২টি নৌকায় ,৭৫২ জন অভিবাসী ক্যানারির বিভিন্ন উপকূলে পৌঁছেছেন। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৩২.% কম।

২০২৪ সালে মোট ৪৭,০০০ অভিবাসী ক্যানারিতে আশ্রয় নেন, যা এই ছোট আটলান্টিক দ্বীপপুঞ্জের জন্য নজিরবিহীন।

বিগত কয়েক মাস ধরে ক্যানারি দ্বীপপুঞ্জের অভিবাসন কেন্দ্রগুলো ব্যাপক চাপের মুখে রয়েছে। ক্রমবর্ধমান শরণার্থী প্রবাহ সামলাতে স্পেন সরকারকে নতুন পদক্ষেপ নিতে হচ্ছে।


 

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য