ইতালির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ক্যালাব্রিয়ায় জর্জিয়ান শ্রমিকদের শোষণের অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দক্ষিণ ইতালির ক্রোটোনে শহরে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এই ব্যক্তিরা একটি সংঘবদ্ধ নেটওয়ার্কের সঙ্গে জড়িত ছিল, যারা জর্জিয়ান নাগরিকদের ইতালিতে আনার পর শোষণের ফাঁদে ফেলে কাজে নিয়োজিত করত। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজন জর্জিয়ান এবং দুইজন ইতালীয় নাগরিক। তাদের মধ্যে চারজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে, আর পাঁচজনকে গৃহবন্দি করা হয়েছে।
পুলিশ জানায়, এই চক্রের তিনজন সদস্যের বিরুদ্ধে ২০২২ সাল থেকে তদন্ত চলছিল। তাদের ধরতে ক্রোটোনে ও কাতানজারো প্রদেশে অভিযান চালানো হয়। এছাড়া, চক্রের আরও তিনজন সদস্য ইতালির বাইরে অবস্থান করছেন, যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
২০২২ সালের জুলাই মাসে তদন্ত শুরু হলে, পুলিশ জানতে পারে যে এই নেটওয়ার্কটির নেতৃত্বে ছিলেন একজন ইতালীয় নাগরিক, যিনি তিন জর্জিয়ান নারীর সহায়তায় বেআইনি কার্যক্রম চালাচ্ছিলেন।
চক্রটি ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জর্জিয়ান নারীদের ইতালিতে কাজের প্রলোভন দেখাত এবং পরে তাদের শোষণের ফাঁদে ফেলত।
অভিযানের অংশ হিসেবে এই চক্রের বিভিন্ন সম্পত্তি জব্দ করা হয়েছে। ইতালীয় পুলিশ টেলিফোন ট্যাপিং, ভিডিও নজরদারি, ভুক্তভোগী ও সন্দেহভাজনদের অনুসরণ, ওয়েবসাইট বিশ্লেষণ, এবং স্যাটেলাইটের মাধ্যমে যানবাহনের গতিবিধি শনাক্ত করে অপরাধী সংগঠনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে।
বর্তমানে ইতালির কট্টর ডানপন্থী সরকার কৃষি ও অন্যান্য খাতে অবৈধ অভিবাসন এবং শ্রমশোষণের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?