clock ,

ইতালিতে প্রগতি ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইতালিতে প্রগতি ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গত ১০ মার্চ ইতালির রোমে প্রগতি ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক বিশাল ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ইতালি প্রবাসী বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ইফতারের আগে এক সংক্ষিপ্ত শুভেচ্ছা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর হোসেন, আর সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা। এতে আরও বক্তব্য রাখেনসংগঠনের সাবেক সভাপতি স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, প্রধান উপদেষ্টা ইকবাল বেপারী, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম শিপন, সাংগঠনিক সম্পাদক দিন মোহাম্মদ প্রমুখ।

প্রগতি ব্যবসায়ী সমিতির আমন্ত্রণে বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি, বাংকার সমিতি রোম, একতা ব্যবসায়ী সমিতি, বৃহত্তর নোয়াখালী বাংকার ব্যবসায়ী সমিতি, সম্মিলিত ব্যবসায়ী সমিতি, বৃহত্তর চট্টগ্রাম সমিতি, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা সমিতি, বাংলাদেশ বাঙ্কার সমিতি ইতালি, গাজীপুর জেলা সমিতি এবং সাংবাদিক সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রায় তিন শতাধিক রোজাদার ইফতারের আগে বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন। এতে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ দেশের উন্নতির জন্য প্রার্থনা করা হয়।

এবারের ইফতার আয়োজন ছিল ব্যতিক্রমধর্মী। শুধু ইতালিতেই নয়, সংগঠনটি বাংলাদেশের শরীয়তপুরসহ বিভিন্ন জেলায়ও ইফতার আয়োজন করেছে। প্রগতি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে বাংলাদেশের অসহায় দুস্থদের জন্য আরও বৃহৎ পরিসরে ইফতার ব্যবস্থাপনার পরিকল্পনা রয়েছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য