clock ,

ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি সম্পন্নের নির্দেশ প্রধান উপদেষ্টার

ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি সম্পন্নের নির্দেশ প্রধান উপদেষ্টার

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস।

বুধবার ( জুলাই) রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত অগ্রগতি জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রেস সচিব শফিকুল আলম জানান, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সারাদেশে লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। এজন্য ডিসেম্বরের মধ্যেই তাদের প্রশিক্ষণ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একইসঙ্গে নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ভোটের দিন ১৮-৩২ বছর বয়সী তরুণ ভোটারদের জন্য পৃথক বুথ রাখার বিষয়টিও আলোচনায় এসেছে। বিষয়টি এখন প্রাথমিক পর্যায়ে থাকলেও, এতে ভোটার অংশগ্রহণ বাড়বে বলেই আশা করা হচ্ছে।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, নির্বাচন সংক্রান্ত অগ্রগতি জানাতে আজ রাত ৮টায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার পর্যন্ত যা যা করেছে, সেগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরতেই এই আয়োজন।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য