clock ,

মালয়েশিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা, জঙ্গি ইস্যুতে আলোচনা হতে পারে

মালয়েশিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা, জঙ্গি ইস্যুতে আলোচনা হতে পারে

আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার ( জুলাই) বিকেলে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপদেষ্টা ১২ জুলাই ঢাকায় ফিরবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, মূল বৈঠকের পাশাপাশি মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। দেশটিতে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে আটক ৩৬ জন বাংলাদেশিকে ঘিরে সম্প্রতি যে বিতর্ক তৈরি হয়েছে, সেটিও আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. তৌহিদ হোসেন বলেন, “যদি সুযোগ থাকে, আমি মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়টি আলোচনা করব।

সূত্র আরও জানায়, পররাষ্ট্র উপদেষ্টার এই সফরে আগামী আগস্টে সম্ভাব্য প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়েও প্রস্তুতিমূলক আলোচনা হতে পারে।

এর আগে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে জানায়, পররাষ্ট্র উপদেষ্টার সফর উপলক্ষে মালয়েশিয়ার পররাষ্ট্র দপ্তর এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে বিভিন্ন বৈঠকের সম্ভাবনা রয়েছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য