clock ,

আমিরাতে আল হারামাইনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আমিরাতে আল হারামাইনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাতের আজমানে গত রবিবার, ১৫ মার্চ, বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আল হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানির উদ্যোগে একটি বিশাল গণইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবারের মতো এবারও হাজার হাজার মানুষের জন্য বিশাল পরিসরে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আয়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, সিআইপি মোহাম্মদ মাহাতাবুর রহমান নাসির জানান, প্রতি বছর তিনি এই ইফতার মাহফিলের আয়োজন করেন এবং এটি মূলত সবার সঙ্গে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে। তিনি আরও বলেন, "একসঙ্গে অনেক মানুষকে ইফতার করাতে পারাটা যেমন আনন্দের, তেমনি এটি অনেক সওয়াবের কাজও। হাজার হাজার মানুষের সঙ্গে একত্রে ইফতার করার অনুভূতি সত্যিই অন্যরকম।"

ইফতার মাহফিলে আমিরাতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা স্বপরিবারে অংশগ্রহণ করেন। এছাড়া, অনুষ্ঠানে বাংলাদেশি প্রবাসী সাংবাদিকসহ বিভিন্ন দেশের সাংবাদিকও উপস্থিত ছিলেন।

ইফতারের আগে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সুনাম ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য