clock ,

আমিরাতের লটারি ড্রতে প্রায় ৫০ লাখ টাকা জিতলেন দুই বাংলাদেশি

আমিরাতের লটারি ড্রতে প্রায় ৫০ লাখ টাকা জিতলেন দুই বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট সাপ্তাহিক লটারিতে ভাগ্য বদলে গেল দুই বাংলাদেশির। লটারিতে তারা জিতেছেন লাখ ৫০ হাজার দিরহাম করে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ লাখ ৬০ হাজার ৮৪৫ টাকা।

এই সৌভাগ্যবান দুই প্রবাসী হলেন মিনহাজ চৌধুরী (৩৮) রবিউল হাসান। তবে তারা কেউই বর্তমানে আমিরাতে বসবাস করেন না। মিনহাজ চৌধুরী গত ১৫ বছর ধরে ওমানে গাড়িচালক হিসেবে কাজ করছেন। অন্যদিকে রবিউল হাসান কাতারে গাড়ি চালানোর পেশায় যুক্ত আছেন গত আট বছর ধরে। ইন্টারনেটের মাধ্যমে আবুধাবির বিগ টিকিটের এই লটারি টিকিট কিনেছিলেন তারা।

গত শুক্রবার (২৫ এপ্রিল) আবুধাবিতে বিগ টিকিট লটারির সাপ্তাহিক ড্র অনুষ্ঠিত হয়। সেই ড্রতেই দুই বাংলাদেশি নিজেদের নাম ঘোষণা শুনে আনন্দে অভিভূত হন।

গালফ নিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় মিনহাজ চৌধুরী বলেন,“লটারির আয়োজক সংস্থা থেকে প্রথম যখন ফোন পাই, তখন সত্যি বলতে বিশ্বাস করতে পারিনি। পরে -মেইল চেক করে নিশ্চিত হই যে, আমি লাখ ৫০ হাজার দিরহাম জিতেছি। জীবনে এই প্রথম এত বড় কোনো পুরস্কার জিতলাম। কখনও ভাবিনি, আমার মতো একজন সাধারণ মানুষও এমন সুযোগ পাবে।

রবিউল হাসান জানান, তিনি তিন বছর আগে ফেসবুকে বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন। এরপর থেকেই নিয়মিত লটারি টিকিট কিনতেন। শেষমেশ তার দীর্ঘ অপেক্ষা সার্থক হলো।
তিনি বলেন,

প্রথম যখন টিকিট কিনেছিলাম, তখন শুধু আশা ছিল। আজ সেটা বাস্তবে পরিণত হয়েছে। এই অর্থ আমার আমার পরিবারের জীবনে বড় পরিবর্তন আনবে।

বিগ টিকিট কর্তৃপক্ষ জানায়, সাপ্তাহিক ড্রয়ে মোট পাঁচজন বিজয়ী হয়েছেন, প্রত্যেকেই লাখ ৫০ হাজার দিরহাম করে পুরস্কার পেয়েছেন। তাদের মধ্যে মিনহাজ এবং রবিউল বাংলাদেশের গর্ব হয়ে উঠেছেন।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য