clock ,

ভিকারুননিসার  অপহৃত ছাত্রী উদ্ধার, সাবেক নিরাপত্তাকর্মী আটক

ভিকারুননিসার অপহৃত ছাত্রী উদ্ধার, সাবেক নিরাপত্তাকর্মী আটক

রাজধানীর দক্ষিণ বনশ্রী থেকে অপহৃত ভিকারুননিসা নুন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী (১৩)-কে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় ছাত্রীর পরিবারের সাবেক নিরাপত্তাকর্মী আবু হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে কিনা, তা জানতে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন মামলার এজাহারের বরাতে জানান, মেয়েটি দক্ষিণ বনশ্রী এলাকায় তার পরিবারের সঙ্গে থাকে। তাদের বাড়িতে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করত আবু হোসেন। স্কুলে যাওয়া-আসার পথে সে মেয়েটিকে বিভিন্ন প্রলোভন দেখাত এবং খারাপ প্রস্তাব দিত। বিষয়টি বাড়ির মালিককে জানানোর পর আবু হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এরপরও সে মেয়েটিকে উত্ত্যক্ত করত। গত বুধবার বিকেলে মেয়েটি বাসার সামনের দোকানে গেলে সেখান থেকে তাকে অপহরণ করা হয়।

ওসি আরও জানান, বৃহস্পতিবার অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং যাত্রাবাড়ীর ধলপুর এলাকা থেকে অভিযুক্ত আবু হোসেনকে গ্রেপ্তার করে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে। শুক্রবার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)-তে পাঠানো হয়েছে। ডাক্তারি প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ পাওয়া গেলে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও আনা হবে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য