মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ করার উদ্দেশ্যে পর্যটন ভিসায় প্রবেশের চেষ্টা করার সময় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির এনফোর্সমেন্ট বিভাগ। শুক্রবার (১৪ মার্চ) মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত পর্যবেক্ষণ এবং এনফোর্সমেন্ট বিভাগের তল্লাশি চলাকালে বাংলাদেশসহ মোট ১৩৯ জন বিদেশির কাগজপত্র জব্দ করা হয়। এর মধ্যে ৯৫ জন বাংলাদেশির কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর ধারণা করা হচ্ছে, তারা অবৈধভাবে কাজের উদ্দেশ্যে পর্যটন ভিসায় মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছিলেন।
বিবৃতিতে আরও জানানো হয়, মালয়েশিয়ায় বিদেশি নাগরিকদের প্রবেশের নিয়ন্ত্রণ কঠোরভাবে জোরদার করা হয়েছে এবং পর্যটন ভিসার অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তদন্তের জন্য আটককৃত বাংলাদেশিদের বিমানবন্দরের পর্যবেক্ষণ ইউনিটের অফিসে নিয়ে যাওয়া হয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?