বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) সংশ্লিষ্টদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করার নির্দেশ দিয়েছে। ইসির সচিব আখতার আহমেদ ইতোমধ্যে এনআইডি শাখার পরিচালককে (প্রবাসী) এই নির্দেশনা দিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, প্রবাসীদের ভোটার নিবন্ধন আবেদন নিষ্পত্তি ও সহজীকরণের বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন যথাসময়ে উপস্থাপন করতে হবে। এছাড়া, প্রবাসী ভোটারদের আবেদন নিষ্পত্তির সংখ্যা বৃদ্ধি করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও মিশন অফিসসমূহের সাথে সমন্বয় করতে হবে।
বর্তমানে নির্বাচন কমিশন নয়টি দেশে এনআইডি কার্যক্রম পরিচালনা করছে এবং এতে প্রায় ১০ হাজার নাগরিকের এনআইডি সরবরাহ করা হয়েছে। ভবিষ্যতে ৪০টি দেশে এই কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?