clock ,

ভূমধ্যসাগর রুটে বাংলাদেশিদের প্রবেশ বেড়েছে

ভূমধ্যসাগর রুটে বাংলাদেশিদের প্রবেশ বেড়েছে

ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত উপকূল সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্স জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইউরোপে অবৈধভাবে প্রবেশের প্রবণতা কমলেও ভূমধ্যসাগর রুটে বাংলাদেশিদের প্রবেশ বেড়েছে। চলতি বছরের প্রথম দুই মাসে কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় রুটে এই প্রবণতা ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে অধিকাংশই বাংলাদেশি অভিবাসী।

ফ্রন্টেক্সের তথ্য মতে, ভূমধ্যসাগর রুটে সবচেয়ে বেশি বাংলাদেশি অভিবাসী প্রবেশ করছে। অনেক ক্ষেত্রে দালালদের সঙ্গে আনুষ্ঠানিক কর্মসংস্থানের চুক্তি সই করে এসব অভিবাসী বিপজ্জনক পথে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন।

এই পথে সবচেয়ে বেশি অভিবাসী ইউরোপে আসছে মালি, সেনেগাল গিনি থেকে, এবং জাতিগত দিক থেকে সবচেয়ে বেশি অভিবাসী আসছে আফগানিস্তান, বাংলাদেশ মালি থেকে। গত দুই মাসে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসী প্রবেশের ঘটনা ঘটেছে পশ্চিমাঞ্চলীয় বলকান দেশগুলোতে।

ফ্রন্টেক্স বলছে, কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় রুট এখন ইউরোপে প্রবেশের দ্বিতীয় সর্বাধিক সক্রিয় রুট হয়ে উঠেছে। লিবিয়া ইউরোপযাত্রার মূল কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে, এবং পাচারকারীরা কর্তৃপক্ষের নজর এড়াতে শক্তিশালী স্পিডবোট ব্যবহার করছে। পথে সমুদ্র পারাপারের জন্য দালালরা জনপ্রতি থেকে হাজার ইউরো আদায় করছে, এবং বিপজ্জনক এই রুটটি বাংলাদেশিরা বেছে নিচ্ছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য