clock ,

মালয়েশিয়ায় বয়লারের ভেতর পড়ে বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় বয়লারের ভেতর পড়ে বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ার তামপিন জেলার গেমাস এলাকার একটি কাঠের কারখানায় বয়লার মেশিনের মধ্যে পড়ে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

গেমাস দমকল উদ্ধার বিভাগের প্রধান মোহাম্মদ রাজেফ জামরি জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে জরুরি সাহায্যের জন্য ফোন কল আসে। দ্রুত ১০ জন দমকলকর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপন উদ্ধারকাজ শুরু করেন।

তিনি বলেন, বয়লার মেশিনটি প্রায় ১০ ফুট (. মিটার) গভীর এবং ভেতরের উচ্চ তাপমাত্রার কারণে উদ্ধারকাজে বাধা সৃষ্টি হয়। দমকলকর্মীদের আগুন প্রতিরোধক পোশাক পরে মেশিনের ভেতরে প্রবেশ করতে হয়।

৩৯ বছর বয়সী বাংলাদেশি নাগরিককে সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে বয়লারের ভেতর থেকে বের করা হয়। তবে তার শরীরের অধিকাংশ অংশ পুড়ে যাওয়ার কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

মোহাম্মদ রাজেফ জামরি আরও জানান, নিহতের মরদেহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং বিষয়ে তদন্ত চলছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য