মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সেপাং জেলায় শ্রমিক বহনকারী ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
শুক্রবার (২১ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে পুলাউ মেরান্তির স্মার্ট সদর দফতরের কাছে এ দুর্ঘটনা ঘটে। সেলাঙ্গর অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগের (জেবিপিএম) সহকারী পরিচালক (অপারেশনস) আহমেদ মুখলিস মুখতার জানান, সকাল ৬:৪১ মিনিটে তারা দুর্ঘটনার খবর পান। এরপর সাইবারজায়া অগ্নিনির্বাপণ ও উদ্ধার স্টেশন থেকে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
উদ্ধারকারী দলের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় আটকে পড়া ৪০ বছর বয়সী ভ্যানচালককে সকাল ৭টা ২০ মিনিটে উদ্ধার করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। আর চালকের পেছনে বসা ৪০ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। সকাল ৭:১৫ মিনিটের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের নাম-পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
ভ্যানটিতে
চালকসহ মোট ১৩ জন
শ্রমিক ছিলেন, যাদের বেশিরভাগই অভিবাসী শ্রমিক বলে ধারণা করা
হচ্ছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর, এবং তারা বর্তমানে
পুত্রজায়া হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনায় ভ্যানটি দুমড়েমুচড়ে গেলেও বাসচালক অক্ষত রয়েছেন। তবে কীভাবে এ
দুর্ঘটনা ঘটল, তা তদন্ত
করে দেখছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ।
প্রবাসী বাংলাদেশিদের জন্য এই দুর্ঘটনা একটি দুঃসংবাদ। দেশটির শ্রমিক পরিবহন ব্যবস্থা এবং সড়ক নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?