clock ,

বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র ইফতার ও দোয়া মাহফিল

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের পেশাদার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই ইফতার দোয়া মাহফিল গত ১৯ মার্চ (বুধবার) অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে অতিথিরা প্রবাসীদের সমৃদ্ধির জন্য একযোগে কাজ করার এবং দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছেন।

সংগঠনের সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান। মাহফিলটি বাংলাদেশ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাহীনের সঞ্চালনায় শুরু হয়। কুরআন তেলাওয়াত করেন সংগঠনের অর্থ সম্পাদক মুহাম্মদ শাহ জাহান আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউএই বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সালাম খান, বাংলাদেশ সমিতি শারজার সাবেক সভাপতি শরাফত আলী, জিয়া পরিষদের আহ্বায়ক মোস্তাফা মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিরাজুল হক, এবং প্রেস ক্লাবের সহ-সভাপতি এস এম মোদাচ্ছের শাহ। এছাড়াও বাংলাদেশ সমিতি শারজার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার করিমুল হক, ইঞ্জিনিয়ার মাহে আলম, অর্থ সম্পাদক আব্দুল কালাম আজাদ, ব্যবসায়ী রাজা মল্লিক, কমিউনিটি ব্যক্তিত্ব হাবিবুর রহমান চুন্নু, নবাব সিরাজ, নজরুল ইসলাম লিটন তালুকদার, এবং জেন্টল পার্কের চেয়ারম্যান শাহাদাৎ চৌধুরী বাবু উপস্থিত ছিলেন।

মাহফিলে অংশগ্রহণকারী বিভিন্ন পেশার প্রবাসীরা প্রেস ক্লাবের মাধ্যমে দেশ আমিরাতের মধ্যে সেতুবন্ধন গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা প্রবাসীদের সমস্যা সমাধানে প্রেস ক্লাবের সংবাদ পরিবেশনের ধারাবাহিকতার প্রশংসা করেন এবং তাদের দাবি-দাওয়ার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে প্রেস ক্লাবের সহ-সম্পাদক মুহাম্মদ ইসমাইল, প্রচার প্রকাশনা সম্পাদক নওশের আলম সুমন, তথ্য প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ইরফানুল ইসলাম, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক এস এম শাফায়াত উল্লাহ, নির্বাহী সদস্য সৈয়দ খোরশেদ আলম, মেহেদি রুবেল, আরিফ শিকদার বাপ্পি, এবং সদস্য শামসুল হক, মোশাররফ হোসেন, আশিকুর ইসলাম, আবু শাহদাত সায়েম উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলের শেষ পর্বে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন, যেখানে সকলের সুখ, শান্তি এবং প্রবাসীদের কল্যাণ কামনা করা হয়।

বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই সভাপতি মামুনুর রশীদ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ঐক্যবদ্ধ কমিউনিটির মাধ্যমে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা সম্ভব।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য