ব্রাজিলের ও ম্যানচেস্টার সিটির গোলকিপার এদেরসন স্বীকার করেছেন, তিনি গত ৮ বছর ধরে একই অন্তর্বাস পরে প্রতিটি ম্যাচ খেলছেন! বিবিসির ‘ফুটবল ফোকাস’-এ তিনি বলেন, “আমার একটি মাত্র কুসংস্কার আছে—আমি সব ম্যাচে একই অন্তর্বাস পরি।”সঞ্চালক শে গিভেন বিস্ময়ে জিজ্ঞেস করেন, “৮ বছর ধরে একটাই?” এদেরসন হেসে জবাব দেন, “হ্যাঁ!”
এদেরসনের এই কুসংস্কার যে কাজে লেগেছে, সেটা কিন্তু দৃশ্যমান। ৮ বছর আগে ২০১৭ সালে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে তিনি ম্যান সিটিতে যোগ দেন। এরপর একে একে জিতেছেন ৬টি প্রিমিয়ার লিগের শিরোপা, চারবার লিগ কাপ, দুবার এফএ কাপ ও একবার করে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা। যদিও চলতি মৌসুমে ম্যান সিটির অবস্থা করুণ। এদেরসনও মৌসুমে এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলে ৪৫ গোল হজম করেছেন।
তবে ভক্তরা বলছেন, "ইউনিফর্ম ধোয়ার মতো অন্তর্বাসও আপডেট দরকার, এদেরসন ভাই!"
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?