clock ,

ভারত বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ নেয় না—নরেন্দ্র মোদি

ভারত বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ নেয় না—নরেন্দ্র মোদি

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে এক দশকের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই নেতার মধ্যে ৪০ মিনিটব্যাপী এই বৈঠক ছিল আন্তরিক, খোলামেলা এবং গঠনমূলক।

বৈঠকে . ইউনূস ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধের অগ্রগতি সম্পর্কে জানতে চান। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতের আতিথেয়তার সুযোগ নিয়ে বাংলাদেশে উত্তেজনা ছড়াতে সামাজিক মাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছেন।

বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট করে বলেন, “ভারত কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের পক্ষ নেয় নাআমাদের সম্পর্ক দেশের সঙ্গে, জনগণের সঙ্গে।তিনি শেখ হাসিনার বক্তব্য ঘিরে তৈরি হওয়া উত্তেজনার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমকে দায়ী করেন এবং বলেন, ভারত চায় বাংলাদেশে স্থিতিশীলতা গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক।

. ইউনূস ভারতকে বাংলাদেশেরঅত্যন্ত মূল্যবান বন্ধুউল্লেখ করে বলেন, “১৯৭১ সালে আমাদের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান আমরা কখনও ভুলিনি।তিনি গঙ্গা পানি চুক্তি নবায়ন এবং তিস্তা পানি বণ্টন চুক্তি সম্পন্নের জন্য আলোচনার আহ্বান জানান। একই সঙ্গে বিমসটেক সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির ব্যাপারে ভারতের সমর্থন চান।

সীমান্তে প্রাণহানির বিষয়ে . ইউনূস বলেন, “প্রতিবার সীমান্তে একটি প্রাণ হারালে আমি গভীরভাবে ব্যথিত হই।তিনি হত্যাকাণ্ড রোধে ভারতের সহায়তা কামনা করেন। মোদি জানান, ভারতীয় সীমান্তরক্ষীরা আত্মরক্ষার্থে গুলি চালায় এবং বেশিরভাগ ঘটনাই ভারতের ভূখণ্ডে ঘটে।

সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে মোদি উদ্বেগ জানালে . ইউনূস বলেন, এসব খবর অনেকাংশে অতিরঞ্জিত এবং অনেকটাই ভুয়া। তিনি ভারতীয় সংবাদমাধ্যমকে সরেজমিনে ঘটনা যাচাইয়ের আহ্বান জানান। একই সঙ্গে জানান, তার সরকার ধর্মীয় লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে।

. ইউনূস জাতিসংঘ মানবাধিকার সংস্থার একটি প্রতিবেদনের প্রসঙ্গ তোলেন, যেখানে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সমর্থকদের হাতে ,৪০০ জন বিক্ষোভকারী নিহত হওয়ার দাবি করা হয়। তিনি বলেন, এসব ঘটনায় ১৩% শিশু ছিল এবং অনেক ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বৈঠকের শেষে উভয় নেতা পরস্পরের সুস্বাস্থ্য কামনা করেন এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্ব আরো জোরদার করতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন। মোদি . ইউনূসকে বিমসটেকের নতুন চেয়ারম্যান হিসেবে অভিনন্দন জানান এবং ঈদুল ফিতরের শুভেচ্ছাও জানান।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য